পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছেছে অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত। সোমবার (১৭ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে স্বাগত জানানো হয় তাকে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম শান্তর বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। জাতীয় বিশ্ববিদ্যায়ল থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক পাশ করেন। সাইফুল ইসলাম দেশের বৃহৎ রানিং গ্রুপগুলোর সক্রিয় সদস্য এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘দেবিদ্বার রানার্স’ নামে ২ হাজার সদস্যের একটি রানিং গ্রুপ পরিচালনা করে আসছেন।
সোমবার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে সাইফুলকে ফুলেল শুভেচ্ছা জানান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার খান, আখাউড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও রানার্স কমিউনিটির এডমিন আলী আহাদ, বাংলা বিভাগের শিক্ষক ও রানার্স কমিউনিটির এডমিন মোহাম্মদ রাজন, কমিউনিটির সদস্য সুমন রায় ও রিফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করা ব্রাহ্মণবাড়িয়ার আবু হানিফ নোমান।
সূত্রঃ জাগো নিউজ