৫ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক-কর্মকর্তাদের

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি জানিয়েছেন সরকারি মাধ্যমিক স্কুল ও পরিদর্শন শাখার শিক্ষক-কর্মকর্তারা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না মানলে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৬৪ জেলা থেকে একযোগে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান।

৫ দফা দাবি হলো-স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল সদস্য শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরি আদেশ প্রদান করা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতি-যোগ্য পদ মাত্র ৪ শতাংশ। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২-৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিধায় বেশকিছু পদ খালি পড়ে থাকে। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তারা প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন জরুরি। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসমাশিস-কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো. মঞ্জুরুল হক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিকান্দার আলী খান, সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটির মুখপাত্র ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, গাজীপুর রানী বিলাস মনি সরকারি উচ্চ বিদ্যাল সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান নূর, ৩৪ বিসিএস নন ক্যাডার শিক্ষক নেতা আল মাসুম লিয়েন প্রমূখ।

Related Posts

About The Author