আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান উদযাপন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ব্রিগে. জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত থাকবেন সরকারী বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার বিকালে রেলওয়ে স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে শতবর্ষ উদযাপন কমিটি। বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি শেখ মোঃ আইয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন ছাত্র মো. মনিরুল ইসলাম মনু।
সভাপতি শেখ আইয়ুবুর রহমান বলেন, রেলওেয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্র ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর আনন্দ শোভাযাত্রা, বক্তৃতা পর্ব, স্মৃতিচারণ, বৃক্ষ রোপন, সম্মাননা প্রদান, রেফেল ড্র, ও সাংস্কৃতিক। আয়োজকরা আশা করে সকলে মিলে আনন্দঘন পরিবেশে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে।

