দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা পরেছিল তার চেয়েও কয়েকশ গুণ বেশি শক্তিশালী গত সপ্তাহে ঘটে যাওয়া টোঙ্গা অগ্ন্যুৎপাত, বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় আগ্নেয়গিরির বিস্ফোরণে ‘নিশ্চিহ্ন’ হয়ে যায় গোটা একটি দ্বীপ। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত। টোঙ্গা সরকার জানিয়েছে, সেখানে পাঁচ ভাগের চার ভাগ মানুষ সুনামি ও আকাশ থেকে পড়া আগ্নেয় ছাইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন অন্তত তিনজন।
আরও পড়ুনঃ বৃষ্টি কেটে গেলে ফের জেঁকে বসতে পারে শীত
আগ্নেয়গিরি থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত টোঙ্গার রাজধানী পুরোপুরি আগ্নেয় ছাইয়ের চাদরে ঢেকে যায়। অগ্ন্যুৎপাতের কেন্দ্রে থাকা দ্বীপটি এখন প্রায় পুরোটাই পানির নিচে। কিছু ছিন্ন-বিচ্ছিন্ন অংশ পানির ওপরে দেখা যাচ্ছে।
অগ্ন্যুৎপাতে শক্তিশালী বিস্ফোরণে সৃষ্ট ছাইয়ের মেঘ ৬৩ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠেছিল, এর শকওয়েভ টের পাওয়া গেছে সুদূর আলাস্কাতেও।
সূত্রঃ জাগো নিউজ