দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামী রোববার (জুলাই ৩১) আগরতলা-আখাউড়া প্রস্তাবিত রেল সংযোগের ভিত্তি প্রস্তর স্থাপিত হতে যাচ্ছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু রেলওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
দ্য হিন্দু খবরে বলা হয়েছে, আখাউড়া-আগরতলা ট্রেনের ফ্ল্যাগ অফ করতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ত্রিপুরাভিত্তিক সংবাদমাধ্যম জাগরণ ত্রিপুরা নিজস্ব সূত্রের বরাত দিয়ে ভারতীয় প্রধামন্ত্রীর ফ্র্যাগ অফের তথ্য নিশ্চিত করেন।ভারতের রেল মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি পঠিয়েছে ত্রিপুরার পরিবহন মন্ত্রণালয়ের কাছে। শনিবার (২৩ জুলাই) এ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আগরতলা রেলস্টেশনে যান পরিবহন মন্ত্রী মানিক দে ও মন্ত্রাণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এ সময় মন্ত্রী রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এই ভিত্তিপ্রস্তার স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, পরিবহন মন্ত্রী মানিক দে, মুখ্যসচিব ওয়াই পি সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পাশাপাশি ওই দিন আগরতলা রেলস্টেশন থেকে দিল্লির মধ্যে একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু হবে বলেও জানা যায়।