মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ বিদায় নিলো, আগামী সপ্তাহে বৃষ্টি

মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ ফাল্গুনের প্রথমদিনই বিদায় নিয়েছে। কিছুটা উষ্ণতায় হচ্ছে বসন্তবরণ। এখন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে। শীতের অনুভূতি বিলীন হতে থাকবে।

আগামী সপ্তাহে বৃষ্টিহতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ হয়। বিচ্ছিন্নভাবে দেশের তিনটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুনঃ এবছর এইচএসসি ও সমমানে পাস ৯৫.২৬ শতাংশ

১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, যশোর, পাবনা, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ ১৪ ফেব্রুয়ারি সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author