অমর একুশে বইমেলা-২০২১ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বৃহস্পতিবার (১৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এবারের বইমেলা উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবারের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী বক্তব্যে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার আহ্বান জানান। তিনি বই কেনা এবং বই পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখার মানে হলো অন্যদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখা।’
শেখ হাসিনা আরও বলেন, ‘সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের সবাইকে এ অভ্যাস করাতে হবে।’
প্রধানমন্ত্রী এবারের অমর একুশে বইমেলার সাফল্য কামনা করেন।