বিজয়ের মাস ডিসেম্বরে আগামী রোববার আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। আজ বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্রে আরও জানা যাই, মেট্রোরেল গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে। তারপর থেকে আরও কয়েকবার পরীক্ষামূলক চালানো হয়।
পরীক্ষামূলক এই চলাচলে যাত্রী পরিবহন করা হবে না। তবে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধনের পর সব মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবে।
মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি অনুসারে,
গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্তের কাজের অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৬১ শতাংশ। ২০২৪ সালের মধে্য মেট্রোরেলের পুরো প্রকল্পের কাজ শেষ হবে।
সূত্রঃ জাগো নিউজ