ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যাওয়া প্রতিরোধে আট জায়গায় রেললাইন কাটার কাজ শুরু হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া প্রতিরোধে ৮টি অংশে ১২৬ ফুট পরপর রেললাইন কাটার কাজ চলছে। এখন পর্যন্ত তিনটি অংশে রেললাইন কাটা হয়। এ কাজ চলায় ঢাকা অভিমুখী রেলপথ (আপলাইন) দিয়ে ধীরগতিতে ট্রেন চলছে। ওই আট অংশে রেললাইন কাটা শেষে কাঠের স্লিপার পরিবর্তন করে পিসি স্লিপার (সিমেন্টের) লাগানো হবে। আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, দারিয়াপুর এলাকায় গত বৃহস্পতিবার কনটেইনার বহনকারী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আরও ১৫-২০ দিন সময় লাগবে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে । আরও পড়ুন তিনি আরো বলেন, আপলাইনে ২ কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলে। … Continue reading ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যাওয়া প্রতিরোধে আট জায়গায় রেললাইন কাটার কাজ শুরু হয়েছে
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed