ব্রাহ্মণবাড়ীয়ার খরস্রোতা তিতাস নদী!
একটা সময় ছিল তিতাস নদীর খুব নাম ছিল, ছিল বিশালতা! সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে মেঘনার মেয়ে তিতাস। বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলা দিয়ে নদীটি প্রবেশ করে শাহবাজপুর টাউন অঞ্চলের সীমানা ঘেঁষে এটি আরো দক্ষিণদিকে অগ্রসর হয়ে ভৈরব-আশুগঞ্জের সীমানা ঘেঁষে বহমান অন্যতম বৃহৎ নদী মেঘনার সাথে একীভূত হয়ে যায় তিতাস নদীটি। এর দৈর্ঘ্য প্রায় ৯৮ কি.মি।দীর্ঘ্য এই নদীটি এখন ক্রমশ সরু খালে রুপান্তরিত হচ্ছে। তিতাসের দু’ধারে এখন প্রভাবশালীদের স্থায়ী সম্পত্তিতে রুপান্তরিত হয়েছ্।
আগের মত মাঝি-মাল্লাদের কণ্ঠধ্বনিতে তিতাস এখন আর মুখরিত হয় না। খুব শীঘ্রই নদীটি যদি দখল মুক্ত না করা হয় তাহলে বর্তমান সৌন্দর্য্যও বিলীন হয়ে যাবে।