আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজ জেতায় আশাটা জেগেছে। দ্বিতীয় ম্যাচে সেই আশাপূরণের সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়তে পারেনি বাংলাদেশ। সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজের শিরোপা নিজেদের করে নেবেন বাংলাদেশ দল।

আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচে ভিন্ন রকমের সেঞ্চুরি দেখতে পারে বাংলাদেশ। যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ও তামিম দুজনে সমান ৯৯টি করে ক্যাচ ধরেছেন। ম্যাচসংখ্যাও কাছাকাছি। তামিম ৩৬২ ম্যাচে ৯৯ এবং সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯ ক্যাচ ধরেছেন। আজকের ম্যাচে দুজন একটি করে ক্যাচ নিলেও হয়ে যাবে সেঞ্চুরি।

আরও পড়ুনঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিন ব্যাপী বীমা মেলার আয়োজন

এদিকে আরও একটি সেঞ্চুরির সুযোগ থাকছে তামিমে ইকবালের সামনে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ তারকা। এখন পর্যন্ত ২২৪ ওয়ানডেতে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

Related Posts

About The Author