ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু, নতুন রোগী ৬২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৫ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের একজন শিশু। বয়স দুই বছর। শিশুটি রাজধানী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আরেকজন নারী। বয়স ৪০ বছর। তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬, চট্টগ্রামে ১১২, ঢাকা বিভাগে ১১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০, খুলনায় ১৭, ময়মনসিংহে ১৫, রাজশাহী ৩৭, রংপুরে ১৪ ও সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০৪ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৩৪ হাজার ১৩৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

Related Posts

About The Author