ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট বা ধরন বিশ্বের প্রায় ১৭টি দেশে পাওয়া গেছে। এ নিয়ে সচেতন থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্যথায় ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ডব্লিউএইচও জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামের করোনার ধরনটি বিশ্বের এক ডজনের বেশি দেশে পাওয়া গেছে। এমন দেশের সংখ্যা কমপক্ষে ১৭।
ভারতে করোনার নতুন ধরনটির বৈশিষ্ট্য, সংক্রমণ ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক পরিসরে গবেষণার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতীয় করোনার ধরন শনাক্ত ১৭ দেশে
|
April 28, 2021 |