বিশ্বব্যাপী বিভিন্ন দেশকে ৮ কোটি ডোজ করোনার টিকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জুন মাস শেষ হওয়ার আগেই বাইডেন-হ্যারিস প্রশাসন করোনার টিকার ডোজ বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করবে। এর মধ্যে ৭৫ শতাংশ ডোজ কোভ্যাক্স (কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস) প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা বিতরণে ওয়াশিংটন ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকাকে প্রধান্য দেবে।
হোয়াইট হাউসের কোভিড-১৯ মোকাবিলার সমন্বয়ক জেফ জেইন্ট সাংবাদিকদের বলেন, ‘এই উদ্যোগের প্রথম আড়াই কোটি ডোজ রফতানির প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা প্রেসিডেন্টের অঙ্গীকার অনুযায়ী জুনের শেষ নাগাদ আট কোটি ডোজ সরবরাহ নিশ্চিত করব।’
যুক্তরাষ্ট্র থেকে টিকা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
|
June 4, 2021 |