গণমাধ্যমে হামলা করে কখনো কণ্ঠরোধ করা যাবে না,নাসির উদ্দিন নাসির

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মঙ্গলবার বিকেলে সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন নাসির বলেন, শরীফ ওসমান হাদিকে হত্যার পর এক শ্রেণির রাজনৈতিক কর্মী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচন যেন না হয় সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। গণমাধ্যমে হামলা করে কখনো কণ্ঠরোধ করা যাবে না।

নাসির আরো বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে বিভিন্ন গণমাধ্যম হামলার শিকার হয়েছে। আওয়ামী সরকার নগ্ন হস্তক্ষেপ করে চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি টেলিভিশন, দিগন্ত টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। হত্যা চেষ্টায় সাংবাদিক মাহমুদুরর রহমানের উপর একাধিকবার সশস্ত্র সন্ত্রাসী হামলা করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেক সম্পাদক ও সাংবাদিককে জেলে দিয়েছে। মিথ্যা মামলায় তারা বছরের পর বছর কারা ভোগ করেছেন। তখনও ওসমান হাদির মতো অনেকে বলেছিলেন, গণমাধ্যমে হামলা কোনো সমাধান নয়। গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও পদত্যাগ করতে হবে বলে দাবি জানান নাসির উদ্দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকাতে কোটি মানুষের সমাগম হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম ঘটবে এই অভ্যর্থনায়। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিহাসের সাক্ষী হতে সবাই গতকাল থেকেই ঢাকায় রওনা হয়েছে। ঢাকায় আমরা নেতাকে বরণ করতে প্রস্তুত। নেতার আগমনে দলের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। এর ফলে নেতাকর্মীরা নতুন উদ্যমে প্রাণ ভরে কাজ করতে পারবে। এতে করে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, ফলে নতুন আঙ্গিকে কাজ করার উদ্দীপনা পাবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ইতিমধ্যে প্রোগ্রামে যোগদানের জন্য অনেকে ঢাকা চলে আসছে।

অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা এনায়েত উল্যাহ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় সদর উপজেলা দলকে হারিয়ে সুবর্ণচর উপজেলা দল জয়লাভ করে।

Related Posts

About The Author