ভারতে যাওয়ার সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আটক হয়েছেন। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে আটক করেন।

আটক স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম নান্টু কুমার কর। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। এ সময় নান্টু কুমারের সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। অভিযোগ না থাকায় তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

বিকেলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কুমার কর এজাহারভুক্ত আসামি। স্ত্রী শান্তা রানী নাথকে সঙ্গে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখন আখাউড়া স্থলবন্দরের বিজিবি চেকপোস্টের সদস্যরা তাঁদের আটক করেন। পরে নান্টু কুমার করকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

নান্টু কুমার করের বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ আছে। তবে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Related Posts

About The Author