নির্ভয়ে ভোট দিতে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাক্কালে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন তোমরা গভীরভাবে প্রত্যাশা করেছ। গণঅভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সংগতিপূর্ণ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত ভয়েস তৈরি করার জন্যই এ আয়োজন। তোমরা নির্ভয়ে ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।

তিনি জানান, প্রায় ১১ মাসের দীর্ঘ প্রস্তুতির পর নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় প্রায় ৪০ হাজার ভোটারের জন্য আটটি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে। স্বচ্ছতা নিশ্চিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত পোলিং কর্মকর্তা। একই সঙ্গে ভোট গণনা প্রক্রিয়া টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নির্বাচনে কেউ বিজয়ী হবে, কেউ হবে পরাজিত। তবে দু’পক্ষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে প্রত্যেক প্রার্থীই অবদান রাখছেন। তিনি আরও বলেন, সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের শুভকামনাকে আমরা পাথেয় করেছি। একটি ভালো নির্বাচন ঢাবি ও সমগ্র জাতির জন্য বড় উদাহরণ তৈরি করবে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। তিনি বলেন, ভোটকেন্দ্রে নারী শিক্ষার্থীরা নির্ভয়ে আসতে পারবেন। সারাদেশ তাদের ওপর বিশ্বাস স্থাপন করেছে। সেই বিশ্বাসের প্রতিদান তারা দেবে।

ড. নিয়াজ আহমেদ খান আরো বলেন, এই নির্বাচন কেবল একটি প্রক্রিয়া নয়, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরস্পরের সহযোগিতা ও বিশ্বাস নিয়ে আমরা দীর্ঘ প্রতিকূলতা পার হয়েছি। এখন বাকি পথও আমরা স্বাচ্ছন্দ্যে অতিক্রম করব বলে বিশ্বাস করি।

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার চার ঘণ্টা পর ঘোষণা করা হবে ডাকসু ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল।

Related Posts

About The Author