আমরা নির্বাচন চাই, সিলেকশন চাই না: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচন চাই, সিলেকশন চাই না। জামায়াত নির্বাচনে যেতে চায় কিন্তু তার আগে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে।

বুধবার রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় সমাবেশে তিনি এ কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, সরকার যে ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল কেবল সেটাকে অভিনন্দন জানিয়েছে। আর অন্য দলগুলো ইতিবাচক বলে যদি উল্লেখ করেছে। তার মানে তারা বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি।

তিনি আরো বলেন, জামায়াত নির্বাচন চায়। যে তারিখ ঘোষণা করা হয়েছে। তাতে কোনো আপত্তি নেই। ডিসেম্বরে হলেও আমাদের কোনো আপত্তি ছিলো না। তবে তার জন্য একটি সুন্দর পরিবেশ হতে হবে।

Related Posts

About The Author