বিজয়নগরে নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আমেনা বেগম (৫০) নামের এক নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর উত্তর পাড়া তেলিবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় মানিক মিয়া (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। মানিক মিয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে শ্রীপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে ভিক্ষা চাইতে যান আমেনা। আমেনা ওই বাড়ির এক নারীর কাছ থেকে ভিক্ষা নেন। এ সময় মানিক মিয়া আকস্মিকভাবে ভিক্ষুক আমেনাকে মাথায় আঘাত করেন। পরে একটি দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিককে আটক করে।

স্থানীয় লোকজন জানান, আগেও মানিক ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকার মসজিদের ইমামকে তাড়া করেছেন। তাঁর এসব কার্যকলাপের ভয়ে অনেক মুসল্লি মসজিদে যেতে ভয় পেতেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, আটক মানিক মিয়া মানসিক ভারসাম্যহীন। বাড়িতে ভিক্ষার জন্য আসা ওই নারী ভিক্ষুককে প্রথমে দা দিয়ে মাথায় ও পরে গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নিহত নারীর পরিবারের সদস্যরা এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

Related Posts

About The Author