আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

কল্যাণপুর পূর্বমুরা আলমগীর হোসন এর মেজো ছেলে জীবন ছুরিকাঘাতে নিহত। জীবন পেশায় মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন ৷ হত্যাকারী ও একই মিষ্টির দোকানের কর্মচারী ৷ নেশাগ্রস্ত অবস্থায় এমন হত্যাকান্ড সংঘটিত করেছে ঘাতক বলে জানিয়েছেন স্থানীয় কর্মচারী।

জীবন আখাউড়া মিষ্টির দোকানে কাজ করতো। রিস্কাওয়ালার সাথে কথা কাটাকাটি হয় জীবনের৷ কথা-কাটাকাটির এক পর্যায়ে রিস্কাওয়ালা তার রিস্কায় থাকা ছুরি এনে জীবনের বুকে আঘাত করে এবং সাথে সাথে মৃত্যু হয় জীবনের ৷ নিহত জীবনের বিয়ের বয়স মাত্র ১৫ মাস । নিহত জীবন রেখে গেছেন ২ মাসের শিশু বাচ্চা।

ঘাতক রিস্কা চালকের বাসা দেবগ্রাম ,গণপিটুনি খেয়ে এখন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি আছে। নেশায় আসক্ত মানুষ আর সাধারণ মানুষ একসাথে কাজ করতে পারে না৷ এলাকার মানুষ উক্ত হত্যাকান্ডের সঠিক তদন্তের দাবি জানায় ।

Related Posts

About The Author