চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল। ফরম পূরণের শেষ সময় ২৪ এপ্রিল। এবার ফরম পূরণ হবে অনলাইনে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল।
রোববার (০৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ফি ধার্য করা হয়েছে ১ হাজার ৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৪৯৫ টাকা।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
এসএসসি পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসিতে এ বছর গতবারের মতো তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা।
সূত্রঃ প্রথম আলো