ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘সাহিত্যের শুভ্র ছোঁয়ায় বিকশিত হোক মানবীয় গুণাবলী’ স্লোগানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র এই প্রতিযোগিতার আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত ছবি অঙ্কণের প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা আক্তার খান। পাঁচটি শ্রেণিতে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধু, জয় বাংলা ও স্বাধীনতা

নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীরা ইচ্ছেমতো, ৩য় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও শহীদ মিনার। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ, ৯ম থেকে ১০ম শ্রেণি আমাদের মুক্তিযুদ্ধ। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের উপর ছবি আঁকেন।

Related Posts

About The Author