আখাউড়া টাস্কফোর্স অভিযান পরিচালনায় ১০০০ পিস ইয়াবা উদ্ধার , গ্রেফতার ৩ পলাতক ১ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, অদ্য ১১/১০/২০২২ ইংরেজি তারিখে জনাব অংগ্যজাই মারমা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আখাউড়া মহোদয়ের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খানার পুলিশ সদস্য সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম নিয়ে আখাউড়া থানাধীন নূরপুর মধ্যপাড়া সহ মোঃ জাকির হোসেনের বসত ঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার,(এক হাজার) পিস ইয়াবা সহ আসামী
১/ জাকির হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে, পিতা- মোহাম্মদ আলী, মাতা, মোছাঃ মিনা বেগম, সাং নূরপুর মধ্য পাড়া পোস্ট হীরাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২/ মোহাম্মদ এরশাদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়েছে- পিতা- মোঃ দুধু মিয়া – মাতা- মোছাঃ পরদিন বেগম- সাং, নূরপুর মধ্য পাড়া পোস্ট হীরাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৩/ মোঃ ইসমাইল মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়েছে। পিতা- তৌহিদ মিয়া- মাতা- মোছাঃ- আসমা বেগম, সাং, নূরপুর মধ্য পাড়া পোস্ট হীরাপুর।
৪/ মোঃ জসিম ভূঁইয়া (৪৫) পলাতক, পিতা- রৈছত আলী ভূঁইয়া, সাং, কুড়ি পাইক্কা পাইমারি স্কৃলের সাথে, পোস্ট হীরাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতার পৃর্বক আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ঐ এলাকার অনেকেই বলছেন জাকিরের এ বিষয়টি হতে পারে ষড়যন্ত্র।