আখাউড়ায় ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৩৪ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। এরই মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা আমাদেরকে জানান, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ এবং নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।

শেষ হল ইউপি নির্বাচনের প্রচার, ভোটগ্রহণ শুরু

নির্বাচন কর্মকর্তা আরও জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেই সব কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রকক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশের তদন্তে ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩৫টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

Related Posts

About The Author

Add Comment