ঢাকায় আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে এ আবৃত্তি উৎসব পাঁচ দিনব্যাপী চলবে। এ উৎসবে ঔদিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের উদ্বোধন করবেন।
সোমবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার ৯ সংগঠনের ৫০ জন আবৃত্তি শিল্পী ভার্চুয়ালি অংশ নিবেন এ উৎসবে।
বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে মাধ্যমে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পদকের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেওয়া হবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উৎসবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদসহ দেশ বরেণ্য সংস্কৃতিজন এবং রাজধানীর আবৃত্তি সংগঠনগুলোর প্রতিনিধিরা যোগ দেবেন। এছাড়া জেলা পর্যায়ের আবৃত্তি সংগঠনগুলোর প্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে অনলাইনে ঐতিহাসিক এ আয়োজনে অংশ নেবেন।