করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বেশ কয়েকদিন করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও আবারও তা বেড়েছে।
করোনা সংক্রমণের ঝুঁকি না নিয়ে সরকার আবারও চলমান বিধি নিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে আভাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব অনুমোদন দিলে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ১৬ জুন মধ্য রাত পর্যন্ত ‘বিধি-নিষেধ’ বাড়ানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫০ জন মারা গেছেন। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১৯ জন।
আরও এক দফা বাড়তে পারে বিধিনিষেধের মেয়াদ
|
June 16, 2021 |