কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেল ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ‘বি’ গ্রুপে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ১০ম মিনিটেই দুর্দান্ত একটি গোল দিয়ে বসেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইজ দিয়াজ। এভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর নিজেদের লিড ধরে রাখতে পুরোপুরি ডিফেন্সিভ হয়ে ফুটবল খেলে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৭৮ মিনিটে গোল করে রবার্তো ফিরমিনো। এ সময় বামদিক থেকে ব্রাজিলের রেনান লোদি ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। বক্সের সামনে গিয়ে হেড নেন রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল।
গোল নিয়ে আপত্তি করে সময় নষ্ট করার কারণে যোগ করা সময় দেওয়া হয় ১০ মিনিট। খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে ৯০+১০ মিনিটে আবারও গোল করে ব্রাজিল। এবার ডান পাশের কর্নার থেকে কিক নেন নেইমার। সেই কিকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো।
এই জয়ে গ্রুপ ‘বি’তে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা, পয়েন্ট ৯।
কলম্বিয়ার বিপক্ষে জয় পেল ব্রাজিল
|
June 24, 2021 |