আগামীকাল বুধবার ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন। ভারতের রাষ্ট্রপতি আগামীকাল আসায় রাজধানীর কিছু সড়ক জান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার যথাযথ চেষ্টা করবে। কোন পরীক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে।
মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংসদ ভবনের আশপাশ এলাকার প্রত্যেকটি বহুতল ভবনে সাদা পোশাকে নিযুক্ত থাকবে বাহিনীর সদস্যরা।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর ছবির স্বত্ব ব্যক্তি-প্রতিষ্ঠানের নয়, জনগণের: হাইকোর্ট
এইচএসসি পরীক্ষার্থীদের রুটিন অনুযায়ী বুধবার সকালে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং উচ্চতর গণিত প্রথমপত্রের পরীক্ষা। আর বিকেলে হবে গৃহ-ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথমপত্র, গৃহ-ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র ও ইসলাম শিক্ষা প্রথমপত্রের পরীক্ষা।