৩২০০ মেগা পিক্সেল ক্যামেরা!

কu.png large

 

৩২০০ মেগা পিক্সেল উচ্চ প্রযুক্তির ক্যামেরা!

প্রায় ৬ বছর প্রচেষ্টার ফসল স্বরুপ খুব শীঘ্রই তৈরী হচ্ছে ৩২০০ মেগা পিক্সেল ক্যামেরা। আজ থেকে প্রায় ৬ বছর আগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের মানুষ আরিজোনার ফুটবল স্টেডিয়ামে একত্রিত হয়েছিল। তবে সেটা খেলা দেখতে নয়, ক্যামেরা দেখতে। মেনলো পার্ক সর্বোপ্রথম এই উচ্চ প্রযুক্তির ক্যামেরা তৈরীর পরিকল্পনা করেন। ২০২২ সালে এই ক্যামেরা চালু করা হবে। হবে মার্কিন সরকার  ১৬৮ মিলিয়ন ডলার বাজেট পাস করেছে।

অত্যাুধুনিক এই ক্যামেরাটির নাম রাখা হয়েছে M1M3 ।  সম্ভাবত দুটি মিররের সমন্বয় করায় এই নাম রাখা হয়েছে M1M3। এই ক্যামেরা মহাকাশকে নিয়ে গবেষনা করতে তৈরী করা হয়েছে। এই ক্যামেরাটি বসানো হবে কোন এক পাহড়ের চূড়ায় গবেষনার জন্য।  আর M1M3 ক্যামেরাটি  চালু হওয়া মাত্রই আমরা মহাবিশ্ব সম্পর্কে আরও একধাপ বেশী কিছু জানতে পরবো বলে আশা করছেন বিজ্ঞানীরা।

 

 

পাহড়ের চূড়ায় বসানো M1M3 ক্যামেরা

পাহড়ের চূড়ায় বসানো M1M3 ক্যামেরা

 

 

Related Posts

About The Author

Add Comment