বাংলাদেশে্ও তৈরী হবে পরিবেশ বান্ধব গাড়ি!

2f7a200d6ca25ea3d8869835355a7827 11

বাংলাদেশের এক ঝাক তরুন তৈরী করছে পরিবেশ বান্ধব গাড়ি। তাদের এই পরিবেশ বান্ধব গাড়ি একটানা ৬ ঘন্টা পর্যন্ত চলতে পারে। যেসব তরুন এই গাড়ি তৈরী করছেন তারা ডেফোডিল ইনর্ভসিটির বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র। আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রায় ২২ জনের একটি দল কাজ করছে। তত্ত্বাবধানে আছে ভার্সিটির এক টিচার। ‘ইলেকট্রিক সোলার ভেহিক্যাল চ্যাম্পিয়নশিপ ২০১৪-১৫’ –তে ১৫২ টি দলের মধ্যে তারা ৩২ তম অবস্থানে রয়েছে। এখন শুধু ফাইনাল রাউন্ডের জন্যে অপেক্ষা।

ভারতের এই প্রতিযোগীতার মূল নিয়ম ছিল গাড়ির ওয়েট সর্বোচ্চ ১৫০ কেজি এবং খরচ ১৫০০০০ টাকার হতে হবে।বাংলাদেশী পরিবেশ বান্ধব গাড়িটি ৭ ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থের। এই গাড়িটির সোলার প্যানেল ২৮০ ওয়াট বিদ্যুৎ উপন্ন করে দুজন যাত্রী বহন করতে পারে।

Related Posts

About The Author

Add Comment