বাংলাদেশে এখন দেখা যাবে গুগলের ৩৬০ ডিগ্রী প্যানোরামিক ষ্ট্রিট ভিউ। প্যানোরামিক ষ্ট্রিট ভিউ বলতে একই সময়ে আপনার চারপাশের ইমেজ দেখা। সাধারণত এধরণের ইফেক্ট মুভি গুলোতে বেশী ব্যবহার করা হয়। এটা ৩ডি নামেও পরিচিত। বাংলাদেশের মানুষ আগে গুগলের ৩৬০ ডিগ্রী প্যানোরামিক ষ্ট্রিট ভিউ ব্যবহার করতে পারত না। সাধারণত উন্নত দেশের জন্য গুগল এই সেবাটি দিয়ে থাকতো। যাইহোক সুখের খবর এইযে গুগলের এই ইমেজ গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। এখন আপনি চাইলে এখনি ঢাকা অথবা চট্রগ্রাম শহর ৩ডি ভিউ দেখতে পারবেন।
বাংলাদেশে প্রায় ১৫০ মিলিয়ন মানুষের বসবাস। যা গুগল অনুসারে ৬৫ তম। এত বিশাল মানুষের কারণে গুগল তাদের এই সার্ভিস চালু করেছে। গুগলের এই সেবার কারণে দেশী ও বিদেশী সাধারণ ও ব্যবসায়ীর ব্যাপক উপকার হবে। বাংলাদেশের সরকারের সহায়তায় গুগল তাদের এই সেবাটি চালু করেছে। এখন গুগলের ৩৬০ ডিগ্রী প্যানোরামিক ষ্ট্রিট ভিউয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঢাকা ও চট্রগ্রাম শহরের বড় বড় হোটল, লোকাল বিজনেস ও দর্শনীয় স্থান দেখা যাবে।
গুগলের এই সেবার কারণে পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে আশা হচ্ছে।