আখাউরা ডটকম :
বাংলাদেশ এখন অচল। থমকে গেছে সাধারণ মানুষের জীবন। আতংকে আছে প্রতিটি পরিবার। কোন সন্তানের মা এখন শান্তিতে ঘুম দিতে পারে না। গত জানুয়ারী মাস থেকে শুরু হয়েছে বিরোধী দলের কর্মসূচি। তারপর থেকে অবিরত চলছে হরতাল ও অবরোধের কর্মসূচি। এমন অবস্থায় ক্ষতি গ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। ককটেল ও পেট্রোল বোমায় আহত ও নিহতদের প্রায় সবাই সাধারণ মানুষ। সহিংস এই হরতাল নিয়ে বসে থাকেনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও কম্পোজার কাজী নওরীন। সাধারণ মানুষের এমন অসহায়ত্ব দেখে তিনি বসে থাকেননি। তার গানের শিরনাম “হরতাল”। কাজী নওরীন “হরতাল” গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনাও কারেছেন। তার নতুন এই সঙ্গীত সম্পর্কে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম কে তার ব্যাক্তিগত মতামত জানিয়েছেন। তিনি সারাদেশের বিভিন্ন শ্রেনীর মানুষের দুরাবস্থার কথা তুলে ধরেন। সামাজিক দায়িত্ব্যবোধ থেকেই তিনি এই গান করেছেন।