বাহুবলীখ্যাত প্রভাসের রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’ মুক্তির অপেক্ষায় ভক্তরা। দক্ষিণী অভিনেতা প্রভাস, বলিউড ও তামিল দুদিকেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সিনেমাটিতে প্রভাসের সাথে আছেন পূজা। রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’ আসছে ১৪ জানুয়ারি।
এরই মধ্যে সিনেমার পরিচালক ছবিটি মুক্তির জন্য প্রায় চল্লিশ হাজার ভক্ত নিয়ে একটি ফ্যান ইভেন্টের আয়োজন করেছেন। যেখানে ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত রাধে শ্যাম মূলত একটি রোমান্টিক সিনেমা।
ভারতীয় সরকারের স্বাস্থ্যবিধি-নীতিমালা মেনে চল্লিশ হাজার ভক্তের জন্য আয়োজন করা হয়েছে এ ইভেন্টে। ইভেন্টে শুধুমাত্র দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ভক্তরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাইরে একটি খোলা জায়গায় বিশাল এ ইভেন্টেের সেট তৈরি করা হচ্ছে।
সূত্রঃ জাগো নিউজ