গত তিন দিনে সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার মূল্যবান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৬০ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত তিন দিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় হুইস্কির ১২৯ বোতল, বিয়ার ২৪ বোতল, গাঁজা ৬৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ২৪ বোতল, শাড়ি ৫০ পিস, বাঁজি ২১,০০০ পিস, তালা ১,৪৫৮ পিস, সিএনজি ১টি, স্কিন ক্রীম ২,৭০০ পিস, লেহেঙ্গা ৫ পিস এবং মোবাইল ডিসপ্লে ১০০ পিস। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যের মোট মূল্য ৪১ লাখ ৬৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সীমান্তের রক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।