মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প পরিসরেই ক্লাস: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সামনের মাস জানুয়ারি থেকে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও স্বল্পপরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতোই আংশিকভাবে শ্রেণি কার্যক্রম চলতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের কারণে সাড়া বিশ্ব এখন আশঙ্কায় দিন কাটাচ্ছে। যদিও জানা যাই, নতুন ধরন অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে। আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে, তারপর থেকে স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম চলতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন পাইলটিং কার্যক্রম কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে এ কারিকুলাম শুরু করার জন্য ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। এই ৬০টি প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।

আরও পড়ুনঃ তরুণদের দায়িত্ব দেওয়ার সময় এসেছে: রাদওয়ান মুজিব সিদ্দিক

এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শন সময় কালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author

Add Comment