ইনসানিয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, সামনে নির্বাচন আসছে, আমাদের বুঝতে হবে ভোটের সঙ্গে ঈমান জড়িত

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বালু মাঠে ইনসানিয়াত জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, আগামী নির্বাচনে ইনসানিয়াতকে ভোট দেওয়া আল্লাহ রাসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেওয়া কারবালার পক্ষে ভোট দেওয়া, দ্বীনকে রক্ষা করার পক্ষে ভোট দেওয়া, নিজের জীবনের অধিকার-স্বাধীনতা রক্ষা করা। ইনসানিয়াতকে ভোট দেওয়া মানে নিজেকে রক্ষা করা।

তিনি বলেন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোনো বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে ধ্বংস করার অধিকার হরণ করার লুটতরাজের, খুন, জুলুমের, মিথ্যা রাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে বুঝতে হবে ভোটের সঙ্গে ঈমান জড়িত। আমরা ঈমানদার হিসেবে মিথ্যা-জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হিসেবে মানবতাবিরোধী অপরাধনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস বিশারদ ও তফসিরকারক আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা।

এর আগে দুপুরের পর থেকে সমাবেশস্থলে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ কেন্দ্রীয় এবং জেলা ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মীরা উপস্থিত হন।

Related Posts

About The Author