“ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএলের চার কর্মী সাময়িক বরখাস্ত”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে (বিজিএফসিএল) কর্মরত চারজন সিবিএ নেতাকে অসদাচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবীবুর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ আদেশ কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া চার কর্মচারী হলেন—তিতাস গ্যাসক্ষেত্রের অপারেটর-১ মো. জামাল হোসেন, অপারেটর-১ মো. শাহনুর আলম, পুরকৌশল বিভাগের মো. মমিনুল ইসলাম এবং উন্নয়ন প্রকল্পের ফোরম্যান মো. মোস্তাক আহমেদ। তাঁরা বিজিএফসিএলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।

সূত্র জানায়, গত ১৩ এপ্রিল সকালে অফিস চলাকালে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানকে তাঁর দপ্তরে গিয়ে ঘিরে ধরেন উক্ত চারজন। ওভারটাইম সংক্রান্ত এক আলোচনায় কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা মনজিল হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তাদের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।পরবর্তীতে মনজিল হাসান কোম্পানির মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত প্রাথমিক তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়, যার প্রেক্ষিতে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, সহকারী ব্যবস্থাপক মনজিল হাসান নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিবিএ নেতা মোস্তাক আহমেদ বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কর্মকর্তার সঙ্গে কেবল ওভারটাইম সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আমাদের দাবিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবীবুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

Related Posts

About The Author