ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পরিত্যক্ত ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামের স্থানীয় এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।নিহত মর্জিনা বেগম উপজেলার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় গলায় কাপড় পেঁচানো অবস্থায় পৌরসভা কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে ওই নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গ জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কিভাবে ঘটেছে, কারা ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।’

Related Posts

About The Author