রাঙ্গামাটির কাপ্তাইয়ে লোকালয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর ধরা পড়েছে স্থানীয়দের হাতে। ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।
আজ বুধবার সকাল ৮টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকা থেকে সাপটি দেখতে পেয়ে বস্তাবন্দি করেন স্থানীয়রা। পরে উপজেলার রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ আজ অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা গিরীন চক্রবর্তীর ৫৬তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা
পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে নিয়ে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যান। সেখানেই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে ধৃত সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। সেখানে রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।