আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী শানু মিয়ার সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

চারদিকে চলছে নির্বাচনী উৎসব মুখর আমেজ। রাত দিন এক করে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ কেউ করছেন নির্বাচনী পথসভা আবার কেউ করছেন রাতের বেলায় পরামর্শ সভা। ব্যতিক্রম ঘটেনি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের মাঝে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শানু মিয়ার সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এলাকার চোখে শানু মিয়া অত্যন্ত সৎ, উত্তম, ন্যায়পরায়ন ও ভালো মানুষ। আনন্দ ও উদ্দপনার মাঝে সকলকে নিয়ে তিনি পরামর্শ সভা করেন।

ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগান হয়েছে। তাই আরও বেশী আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে সর্বশেষ খাল নাগাদ মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ৬৮৬ জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬ হাজার ৩৬ জন ও নারী ভোটার ৪৩ হাজার ৬৪০ জন।

নতুন ভোটার খাল নাগাদ তালিকায় উপজেলার আখাউড়া সদর দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯০৫৩ জন। তাদের মধ্যমণি চেয়ারম্যান প্রার্থী শানু মিয়া। তিনি তার কাছের সবাইকে নিয়ে গণসংযোগ শুরু করেছেন। সালাম, কুশল বিনিময় ও হাসির মাধ্যমে নিজের ও এলাকার উন্নয়নের কথা বলছেন।

উঠান নির্বাচনী পরামর্শ সভায় উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা ও ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী শানু মিয়া। তিনি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। পরামর্শ সভাটি গত শনিবার সন্ধায় দক্ষিন ইউনিয়নের বীরচন্দ্রপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল কাশেম। এই সময় চেয়ারম্যান প্রার্থী শানু মিয়া বলেন, আমি আপনাদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। এবারের নির্বাচনে আমরা তাকে জয়ী করতে চাই। পরামর্শ সভায় এলাকার সকল সাবেক ও বর্তমান মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মোঃ মোরশেদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, আখাউড়া উপজেলার সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ৬৭৬ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৪৭টি আর ভোটকক্ষ থাকবে ১৯৮ টি।

Related Posts

About The Author

Add Comment