গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কসবা উপজেলায় এক যুবক গ্রেপ্তার ,ছিনতাই করতে অটোরিকশা চালককে হত্যা। রিফাত মিয়া (১৫),মনকাসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় আবু নাসের ওরফে আপন মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু নাসের উপজেলার চণ্ডীদ্বার গ্রামের বাসিন্দা। নিহত রিফাত কুটি ইউনিয়নের কালা মুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে। রিফাত কুটি অটলবিহারী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে বাবার অটোরিকশা চালাত।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়া বলেন, রিফাতকে গেঞ্জি দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বাবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি রিফাত। আজ সকালে স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শাহপুর এলাকার একটি গ্যারেজে তার অটোরিকশাটি পাওয়া যায়। এ সময় আবু নাসের অটোরিকশাটি গ্যারেজে নিতে এলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে নাসের দেওয়া তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মনকাসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে নিহতের পরিবার। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।