ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাজল ভূঁইয়া নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডলি বেগম (৪০) নামের ওই গৃহবধূ মারা যান।
অভিযুক্ত কাজল ভূঁইয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুরের বাসিন্দা। ও বর্তমান আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা। এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
ডলি বেগমের ভাই বিল্লাল হোসেন আজ সন্ধ্যায় অভিযোগ দেওয়ার জন্য থানায় যান। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘আখাউড়া সীমান্তবর্তী এলাকা আনোয়ারপুরের কাজল ভূঁইয়ার সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বোন-ভগ্নিপতির মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। ঈদুল ফিতরের আগের দিন রাতেও সাংসারিক বিষয় নিয়ে বোনের সঙ্গে ভগ্নিপতি কাজলের বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে ঈদের দিন সকালে কাজল আমার বোনকে মারধর করে। একপর্যায়ে তার ভাতিজা রামিমকে মোটরসাইকেল থেকে পেট্রল আনতে বলে। রামিম বোতলে পেট্রল এনে দিলে কাজল আমার চোখের সামনে আমার বোনের শরীরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তখন আমি চিৎকার-চেঁচামেচি করলেও কেউ আমার বোনকে রক্ষা করতে এগিয়ে আসেনি। আমি আমার বোনের হত্যার বিচার চাই।’
আখাউড়ায় স্ত্রীকে পেট্রলে পুড়িয়ে হত্যার অভিযোগ
|
May 19, 2021 |