ধান কাটা নিয়ে সংঘর্ষে রতন মিয়া (৩১) নামে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ওই যুবক গুরুতর আহত হন। তাকে ঢাকা নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে মারা যান। নিহত যুবক আশুগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ধান কেটে নেবার পর জমিতে থাকা গোড়ার অংশটি কেটে নেবার দখল নিয়ে তাজ গ্রামের সাজু মেম্বার ও বাকের গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের সময় রতন টেটাবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেবার পথে মারা যায়। রতন মিয়া নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।