বুধবার বেলা সোয়া ১১টায় সদর উপজেলার বড়হরণ এলাকায় কনটেইনার ট্রেইনের বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন শুধু ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন জানান, সাড়ে ৮ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। রাত পৌনে ৮টায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।