বিজয়নগর উপজেলার বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, চারটি আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, পাহাড়পুর ইউপিতে আবুল কালাম আজাদ ভূঁইয়া, সিঙ্গারবিল ইউপিতে মনিরুল ইসলাম ভূঁইয়া, চান্দুরায় এ এম শামিউল হক চৌধুরী, হরষপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান সারওয়ার হাজারী, চর ইসলামপুরে দানা মিয়া ভূঁইয়া।

আরও পড়ুনঃ আখাউড়ায় ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৩৪ কেন্দ্র

বাকি চার ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, চম্পকনগরে আনোয়ার হোসেন, পত্তনে আজহারুল ইসলাম, ইছাপুরায় জিয়াউল হক বকুল এবং বিষ্ণুপুর ইউপিতে জামাল উদ্দিন।

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বুধন্তি ইউপিতে কাজী সাইদুল হক চেয়ারম্যান নির্বাচিত হন।

আখাউড়ায় যারা নির্বাচিত হয়েছেন, আখাউড়া উত্তরে শাহজাজান মিয়া, মনিয়ন্দে মাহবুবুল আলম চৌধুরী দীপক, মোগড়ায় এম এ মতিন, ধরখারে শফিকুল ইসলাম এবং আখাউড়া দক্ষিনে জালাল উদ্দীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Related Posts

About The Author

Add Comment