ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগরবাতি আমদানি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চার টন আগরবাতিভর্তি ভারতের একটি ট্রাক আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। এই প্রথমবার স্থলবন্দর দিয়ে আগরতবাতি আমদানি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থলবন্দর সূত্রে জানা যায়, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন ভারত থেকে আগরবাতি আমদানি করেছেন। পণ্যটি আমদানিতে স্থলবন্দরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের কাজও করেছে মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল
আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, ‘বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি করেছি। একটি ট্রাকে চার টন আগরবাতি এসেছে। এক টন আগরতবাতির দাম ১ হাজার ২০০ মার্কিন ডলার। এসব আগরবাতি নারায়ণগঞ্জে পাঠানো হবে। এটি পরীক্ষামূলকভাবে আমদানি করেছি। দেশের বাজারে আগরবাতির চাহিদা রয়েছে। বাজারে ভালো মূল্য পাওয়া গেলে এ পণ্যের আমদানি–বাণিজ্য বাড়বে। আর যদি লাভ হয়, তাহলে এখন থেকে আগরবাতি নিয়মিত আসবে।’
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে আগরবাতি আমদানির জন্য এলসি খুলেছে। প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য হিসেবে আগরবাতি এসেছে। যাবতীয় কার্যক্রম শেষে পণ্যটি বন্দর থেকে খালাস হবে। বাণিজ্য বাড়লে স্থলবন্দর দিয়ে রাজস্ব আয় বাড়বে।

