যুক্তরাষ্ট্রে আখাউড়াবাসীর মিলনমেলা: ১৩ জুলাই বর্ণাঢ্য আয়োজনে বনভোজন

প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ, এক টুকরো আখাউড়া! যুক্তরাষ্ট্রে বসবাসরত আখাউড়া উপজেলার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও এক বিশাল মিলনমেলার আয়োজন করেছে ‘আখাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক’।

‘পারিবারিক পরিবেশে ও মুক্ত বিনোদনে এক দিন’— এই heartwarming স্লোগানকে ধারণ করে আগামী ১৩ই জুলাই, রবিবার, ২০২৫ তারিখে সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কের নয়নাভিরাম ক্রোটন পয়েন্ট পার্কে (Croton Point Park, 1 Croton Point Ave, Croton-On-Hudson, NY 10520) এই আনন্দঘন আয়োজনটি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে নানা কার্যক্রম।

আয়োজনের বিস্তারিত:

আয়োজকরা জানিয়েছেন, যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে এসে প্রকৃতির সান্নিধ্যে একটি দিন কাটানোর জন্যই এই উদ্যোগ। পার্কের সবুজ ঘাস, নির্মল বাতাস আর মনোরম পরিবেশ প্রবাসীদের মনে এনে দেবে অনাবিল প্রশান্তি। এটি শুধু একটি বনভোজনই নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আখাউড়ার কৃষ্টি, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতাকে পরিচয় করিয়ে দেওয়ার একটি দারুণ সুযোগ।

দিনব্যাপী যা থাকছে:

বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে সব আয়োজন। দিনভর চলবে ছোট-বড় সকলের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নিউইয়র্কের স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করবেন। তাদের সুরের মূর্ছনায় মুখরিত হবে ক্রোটন পয়েন্ট পার্ক। এছাড়াও থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের জন্য থাকবে মূল্যবান পুরস্কার। আর খাবারের আয়োজনে থাকছে বিভিন্ন পদের মুখরোচক খাবার, সঙ্গে থাকছে চা ও ঐতিহ্যবাহী ঝালমুড়ি।

আয়োজক কমিটি ও নেতৃত্ব:

এই বিশাল আয়োজনকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সোসাইটির একদল নিবেদিতপ্রাণ কর্মী। বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তাজুল ইসলাম এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন নাজমুল আলমরাশেদুল ইসলাম

আমন্ত্রণে ও সার্বিক সমন্বয়ে রয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রফেসর মো: মিজানুর রহমান, সদস্য সচিব শাহ আলম মিয়া এবং মাসুক মিয়া। সহযোগিতায় আছেন সদস্য সচিব বাহার ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব এভেন ভূঁইয়াসোহেল ভূঁইয়া

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকছেন অর্থ সম্পাদক মো: আবু সাঈয়েম এবং যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

সংগঠনের সভাপতি মো: আরিফ মিয়া এবং সাধারণ সম্পাদক রোজিনা ইসলাম রোজি এক যৌথ বিবৃতিতে নিউইয়র্ক ও এর আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত সকল আখাউড়াবাসীকে সপরিবারে এই বনভোজনে অংশগ্রহণ করে ভ্রাতৃত্বের এই মিলনমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি দিন হাসি-আনন্দে কাটাই এবং আমাদের সম্প্রীতির বাঁধনকে আরও মজবুত করি।”

অংশগ্রহণের জন্য চাঁদার হার:

  • একক: ৫০ ডলার
  • দুইজন: ৮০ ডলার
  • পরিবার (৪ জন): ১০০ ডলার
  • অতিরিক্ত জনপ্রতি: ২৫ ডলার

Related Posts

About The Author