আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে না: আইনমন্ত্রী

আইন আইনের গতিতে চলবে, আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আরও বলেন,  তিনি মানবিকতা আন্দোলনের হুমকির মাধ্যমে কামাই করা যায় না।

আজ শুক্রবার ১০ ডিসেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের সড়ক বাজারে মুক্ত মঞ্চে নিজ অর্থায়নে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবির প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেছেন। খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। তারা যে কথা বলছেন, তার কোনো নজির আছে কি না, তা যাচাই করে দেখছি। আবার বলা হচ্ছে- তা না হলে আন্দোলন হবে।

আইনমন্ত্রী আরও বলেন , খালেদা জিয়ার ছেলে মারা গেল স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে সমবেদনা জানানোর জন্য তার বাসায় যায়। তখন বাসায় ঢুকতে দেয়া হয়নি, মুখের ওপরে গেট বন্ধ করে দেয়। এটা শুধু শেখ হাসিনাকে অপমান করা হয়নি সারা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। ওনাকে দুইটা শর্তে আমরা ছেড়ে দিলাম। তিনি বিদেশ যেতে পারবেন না, আরেকটি হলো তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন।

সূত্রঃ যমুনা টিভি

Related Posts

About The Author

Add Comment