সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু হবে ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে। 
গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করা করেছে। আর মাতরও ৮ বাকি ভর্তির আবেদন শুরু হতে। আবেদন গ্রহনের শেষ তারিখ ৮  ডিসেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হই, ভর্তির আবেদন অনলাইন প্লাটফরমে করা যাবে। ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ভর্তির আবেদন ফি বাবদ ১১০ টাকা নিরর্দ্বারন করা হয়। আবেদনের পর শিক্ষার্থীদের ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির কারয্কম অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু হবে ২৫ নভেম্বর
                                 |
                            November 17, 2021 |
            			
											

 
                                 
                                 
                                