ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরমান আলিফকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেনে র্যাব-১৪-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাইম মো. তালাত
তিনি বলেন, ‘আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কাজিপাড়ায় ভাড়া বাসায় থাকেন। রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী গ্রেফতার
|
April 5, 2021 |